
প্রকাশিত: Sat, Dec 17, 2022 4:31 PM আপডেট: Fri, May 9, 2025 10:49 AM
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসার তাগিদ দিলেন হেনরি কিসিঞ্জার
খালিদ আহমেদ: ইউক্রেন যুদ্ধ বন্ধে জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে পারলে আরেকটি বিশ্বযুদ্ধ এড়ানো যাবে। শুক্রবার প্রকাশিত একটি লেখায় এমন পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। ৯৯ বছর বয়সী এই কূটনীতিক বলেন, ১৯১৬ সালেও প্রথম বিশ্বযুদ্ধ বন্ধের সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আভ্যন্তরীণ রাজনীতির কারণে সেই সুযোগ হাতছাড়া করে তারা।
দ্য স্পেক্টেটরে প্রকাশিত কিসিঞ্জারের ওই লেখায় ইঙ্গিত দেয়া হয়, ইউক্রেনে মূলত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রক্সি যুদ্ধ চলছে। ইউক্রেনে দুটি পরমাণু শক্তিধর দেশ সংঘাতে জরিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেনে যুদ্ধ বন্ধে তাই দ্রুত আলোচনায় বসার তাগিদ দেন তিনি। যদিও তিনি ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার পক্ষে সওয়াল করেন। কারণ, তিনি বিশ্বাস করেন, কিয়েভের নিরপেক্ষতা এখন আর সম্ভব নয়। একইসঙ্গে রাশিয়াকে ২৪শে ফেব্রুয়ারির আগের অবস্থানে সেনা ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। এরকম একটা পর্যায়ে গেলেই দুই পক্ষ আলোচনা শুরু করতে পারবে।
কিসিঞ্জার বলেন, ক্রাইমিয়া, লুহানস্ক এবং দনেতস্কের ভবিষ্যৎ আলোচনার টেবিলেই নির্ধারণ করা উচিৎ। গণভোটের মাধ্যমে রাশিয়ায় যোগ দেয়া খেরসন ও ঝাপোরিশিয়ার কি হবে তা নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা নিশ্চিতের মধ্য দিয়ে নতুন আন্তর্জাতিক কাঠামো গড়ে তুলতে হবে। বিশেষ করে মধ্য ও পূর্ব ইউরোপ নতুন কাঠামোতে জোর দিতে হবে। রাশিয়াই এরপর নির্ধারণ করবে সে কীভাবে এর সঙ্গে মানিয়ে নেবে। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
